ওয়ান টাইম ব্রিজ

আবদুল্লাহ আল মহসিন ।।

নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গরুছাড়ার ঘাট থেকে জাফরাবাজ পাড়ায় যেতে সোয়াইজনী নদীর উপর বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে একটি ওয়ান টাইম ব্রিজ (বাঁশের সাঁকো)। আগামী মঙ্গলবার জনসাধারণের চলাচলে এটি চালু করে দেয়া হবে।

এলাকাবাসী জানান, জাফরাবাজ পাড়ায় প্রতিবছর ১টি ওয়াজ মাহফিল হয়। নদী পার হয়ে ওয়াজে যেতে মানুষের খুব কষ্ট হয়, সেজন্য এটি আমরা সম্মিলিতভাবে তৈরি করেছি শুধুমাত্র ওয়াজ চলাকালীন সময়ে পারাপার হওয়ার জন্য।

জাফরাবাজ সোয়াইজনী নদীর পশ্চিম উত্তর তীরে ছোট্ট একটি পাড়া। এখানে যেতে সারা বছর নৌকায় পার হতে হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!