ঈদুল ফিতর উপলক্ষে ক্যারম ও কার্ড প্রতিযোগিতা

সংবাদদাতা ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফ্রেন্ডন্স ক্লাব কর্তৃক আয়োজিত ক্যারম ও কার্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্যারম প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। দ্বৈত ক্যারমে চ্যাম্পিয়ন হন মীর মোকাম্মেল আহছান ও মোবারক হোসেন জুটি। রানারআপ হন কারার রাকিব ও মোহাম্মদ আলী জুটি।

ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ
ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ

কার্ডে ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ করিম, রানারআপ দেলোয়ার হোসেন ও তৃতীয় হন উৎপল দাস। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি কারার দিদারুল মনির তোফায়েল, সেক্রেটারি শফিকুল হক ভুট্টু ও কোষাধ্যক্ষ টিটন বর্মন খোকন।

প্লেয়িং কার্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ
ক্যারম খেলার একটি মুহূর্ত

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!