হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার (২১ মে) দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার শফিকুর রিদুয়ান আরমান শাকিল।

ভ্রাম্যমান আদালতের অভিযানে হাটহাজারী কাচারী সড়কস্থ আল-ফয়েজ রেস্টুনেন্ট, বেঙ্গল হোটেল, সুইট ভ্যালী, তারেক রহিম ফল ঘর, রঞ্জনদাশ সেলুনের দোকান, রেদুয়ান স্টোর, প্যারামাউন্ট ফাস্টফুড, কনক মিনি চাইনিজকে অস্বাস্থ্যকর, নোংরা, পঁচা ও বাঁসি খাবার রাখা ও নির্ধারিত মূল্য তালিকা না রাখার কারণে ভোক্তা আইনে ৮টি দোকান থেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন এস আই নুরুল আমিন ও সঙ্গীয় ফোর্স।

Similar Posts

error: Content is protected !!