টুঙ্গিপাড়া থেকে আবদুল্লাহ আল মহসিন ।।
সারাদেশের ৩১৫টি মডেল স্কুলের শিক্ষকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তারা সমাধি সৌধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন। পরে ঢাকা বিভাগীয় ৩১৫ মডেল স্কুল সমিতির আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে টুঙ্গিপাড়া সমাধি সৌধ চত্বরে শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানান। আলোচনা সভায় সারা দেশের প্রায় হাজারের ওপর শিক্ষক উপস্থিত ছিলেন। নিকলী জিসি মডেল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আল মহসিন ও আবু ইমরান রানা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ৩১৫ মডেল স্কুলের জাতীয়করণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, ৩১৫ মডেল মাধ্যমিক স্কুল সমিতির সভাপতি সুধাংশু শেখর তালুকদার, সাধারণ সম্পাদক মীর হান্নান হোসেন, গোপালগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গীপাড়া পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন, টুঙ্গীপাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার অর্জনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
