কমরেড অজয় রায়ের সমাধিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

সাম্যময় পৃথিবী রচনার নিবেদিত সত্তা বাংলাদেশ কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড অজয় রায়ের সমাধিতে তাঁর স্মৃতি রক্ষার্থে স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার (২ নভেম্বর ২০১৮) সকাল ১০টায় অজয় রায়ের পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দিপুর গ্রামের সমাধিস্থলে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এর আগে সমাধিস্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মোঃ খুরশিদ উদ্দিন, অজয় রায়ের পত্নী জয়ন্তী রানী রায়, কিশোরগঞ্জ জেলা সভাপতি এডভোকেট অশোক সরকার, আলফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সিরাজ উদ্দিন, মতিউর রহমান, ফরিদ উদ্দিন, প্রহলাদ চন্দ্র রায়, মোঃ হাবিবুর রহমান, ইন্দ্রজিৎ সরকার, নারায়ণ চন্দ্র পাল, রাজীব সরকার পলাশ, ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন।

উল্লেখ্য, কমরেড অজয় রায় ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।

Similar Posts

error: Content is protected !!