সর্ষের ঘ্রাণে মুখরিত নিকলীর হাওর

প্রতিবছর ঘুরে-ফিরে শীত আসে। সঙ্গে নিয়ে আসে হরেক রকমের ঋতুবাহারি ফুল, টক-মিষ্টি কুল, শজিনার ডাঁটা, নানান শাকসবজি, হাওর-বাঁওড়ের মাছ, পিঠাপুলি ও নবান্নের ধান। বয়ে আনে উত্তুরে ঠান্ডা হাওয়া। সেই সঙ্গে নিয়ে আসে শুষ্কতা। কিন্তু হৃদয়কে রঙিন করে তুলতে সবচেয়ে বেশি যে জিনিসটা আকৃষ্ট করে, তা হলো শীতের অবারিত সরিষাখেত, হলুদে হলুদে ভরা শীতের সরিষা ফুলের মাঠ। নিকলী হাওর থেকে “হলদে সুন্দরের” এই ছবিগুলো তুলেছেন কামরুল হাসান

Sorshe-cov

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!