আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২০ (কিশোরগঞ্জ) এ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সদস্য জওশন আরা বেগম। তিনি সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইপিজিআর) এ.টি.এম মুসার স্ত্রী।
বুধবার (১৬ জানুয়ারি ২০১৯) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জওশন আরা বেগম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেনের ছোট বোন। তিনি লেখক ও গবেষক সালাহউদ্দিন আহমেদ সেলুর খালা।
জওশন আরা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় হতেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জওশন আরা এ্যাথলেট হিসেবেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন দেশে।
মনোনয়নপত্র সংগ্রহ করে জওশন আরা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে দেশের অবহেলিত ও দরিদ্র নারীদের জন্য কাজ করব।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ১৭ জানুয়ারি ২০১৯