লাখাইয়ে এসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।

হবিগঞ্জের লাখাই উপজেলায় “রুপালী কোচিং” সেন্টারের আয়োজনে গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি ২০১৯) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রুপালী কোচিং সেন্টারের পরিচালক ও সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনোয়াজ, বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলম কাজাল, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, সাংবাদিক মোঃ মহসিন সাদেক, এডভোকেট মোশারফ হোসেন সিপন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলায়াতের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আতাউর রহমান ইমরান, সালেহ উদ্দিন আহম্মদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও ছাত্রীরা।

বক্তাগণ বিদায়ী ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হতে হলে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে আপন ইচ্ছাশক্তির বলে বলিয়ান হয়ে লক্ষবস্তু স্থির করতে হবে। সুশিক্ষাই পারে জাতি ও জনপদকে আলোর পথে এগিয়ে নিতে এবং আলোকিত করতে।

Similar Posts

error: Content is protected !!