সংবাদদাতা ।।
নিকলী উপজেলার বড়পুকুর পাড়ের বুদ্ধি প্রতিবন্ধী বঙ্গুর ছোট বোন আহলী পানিতে ডুবে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি বড়পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। আহলী (৪৫) নিকলী সদর ইউনিয়নের বড়পুকুরপাড় মামাবাড়ি হাজীবাড়িতে বাস করতো। তার গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মড়লভোগ গ্রামে। এলাকাবাসী জানায়, ২৮ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় বুদ্ধি প্রতিবন্ধী আহলী (৪৫) ঘর থেকে বের হয়ে গেলে বাড়ির সামনের পুকুরে পরে ডুবে যায়। সকাল হলে যখন তাকে কোথাও খুজে পাচ্ছে না, হঠাৎ পুকুরে একজনের লাশ ভেসে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায় আহলীর মৃতদেহ ভাসছে। শুক্রবার জুমআর নামাজের পর নিকলী ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আহলীরা ৩ ভাইবোন সবাই বুদ্ধিপ্রতিবন্ধী। এর আগে তার আরেক ভাই বুদ্ধি প্রতিবন্ধী জসু কিশোরগন্জ রেলওয়ে পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছিল।