আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে রেলওয়ে পুলিশের সহায়তায় টিকিট কালোবাজারির অভিযোগে বিক্ষোভ করেছে যাত্রীরা। শনিবার (১ জুন ২০১৯) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত স্টেশন এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন টিকিট প্রত্যাশীরা। স্টেশন মাস্টারকেও অবরুদ্ধ করে রাখেন তারা।
বিক্ষোভকারীরা দাবি জানান, কালোবাজারি বন্ধসহ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করার। পরদিন থেকে কাউন্টারেই টিকিট পাওয়া যাবে- স্টেশন মাস্টারের এমন আশ্বাসে সরে যান বিক্ষুব্ধরা।
এর আগে উশৃঙ্খল কিছু যাত্রী স্টেশন এলাকায় ইট-পাটকেল ছোঁড়ে। এতে সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র : যমুনা টিভি অনলাইন