ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ২ জন ছাত্রলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ জুন বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান ও উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান নয়ন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুফিয়ান হোসেন, আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকতারুল ইসলাম, উমার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ সকল ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।