নিকলীতে নিজ শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

সংবাদদাতা ।।
নিকলীতে নিজ শিশুকে হত্যার অভিযোগে মাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু মোঃ আলী (২) তার মায়ের সাথে থাকতো। প্রায় ৭-৮ বছর আগে উপজেলার গুরুই ইউনিয়নের ছেত্রার রেনু বেগমের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলার মেরাজ আলীর ছেলে উমর আলীর সাথে। তাদের সংসারে এক মেয়ে বৃষ্টি (৫) ও ১ ছেলে মোহাম্মদ আলীর (২) জন্ম হয়। স্ত্রী-সন্তান নিয়ে উমর আলী চট্রগ্রাম শহরে শ্রমিকের কাজ করার সময় কয়েক মাস আগে স্ত্রী রেনু বেগম নিকলীর কৈবতহাটি গ্রামের খোকনের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রেনু পরকিয়ায় জড়িয়ে পড়ে। এর পর গত ৪ মাস আগে রেনু বেগম স্বামী উমর আলীকে ছেড়ে ২ সন্তান নিয়ে খোকনকে বিয়ে করে নারায়ণগন্জের ফতুল্লায় বসবাস করে। সেখান থেকে গত ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রেনু বেগম উমর আলীকে ছেলের মৃত্যুর খবর মোবাইলে জানায়। মঙ্গলবার ভোরে সাজনপুর গাছতলায় উমর আলীর বাড়িতে শিশুর লাশ নিয়ে আসলে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে হত্যার সন্দেহ হলে জনতা রেনু বেগমকে আটক করে নিকলী থানায় খবর দেয়।
খবর পেয়ে নিকলী থানার এস,আই শাহজাহান একদল পুলিশ নিয়ে রেনুকে গ্রেফতার ও শিশুর লাশ থানায় নিয়ে আসে। তদন্তকারী কর্মকর্তা জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগন্জ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!