আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ইটনা সদর ইউনিয়নের হিরণপুর মিরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের আলিম উদ্দিনের তিন বছর বয়সী জমজ সন্তান সোহেল ও জুয়েল।
ইটনা থানা পুলিশের ওসি মো. মুর্শেদ জামান জানান, ওই দুই শিশু সকালে ঘরের ভেতরেই ছিল। তাদের ঘরে বন্যার পানি উঠেছে। বেলা ১১টার দিকে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : জাগো নিউজ