আমাদের নিকলী ডেস্ক ।।
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনোয়ারা বেগম মিঠামইন উপজেলার চমকপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
মনোয়ারা বেগমের স্বামী সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, তার স্ত্রী মনোয়ারা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্র : বাংলানিউজ২৪