খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
“২১শে আগস্ট” গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দায়ীদের দ্রুত বিচারের দাবিতে কটিয়াদীর করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকালে স্মরণসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসের সামনে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক উদ্দিন লস্কর মোহনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে করগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হানিফ, যুবলীগ আহ্বায়ক রায়হান খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হাজি শাহাবুদ্দিন, সভাপতি কামাল হোসেন ও কিশোরগঞ্জ জেলা যুবলীগ সদস্য আসম সায়েমসহ অর্ধ সহস্রাধিক নেতাকর্মি অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ভয়াল গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের পত্নী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ নিহত ২৪ জনের আত্মার শান্তি, আহতদের সুস্থ্যতায় দোয়া ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আওয়ামী নেতৃত্ব জোরদারে ইউনিয়নের সকল নেতাকর্মির প্রতি আহ্বান জানান।