অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
মুরগি আর কেনা হলো না হতদরিদ্র মল্লিকা বেগমের (৬০)। এর আগেই অজ্ঞাত অটোরিকশার ধাক্কায় নিহত হন তিনি।
গতকাল সোমবার (২১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঘটনাটি ঘটে। নিহত মল্লিকা বেগম একই উপজেলার খান ঠাকুরদীঘির পারের বাসিন্দা মরহুম আবদুর রউফ মিয়ার স্ত্রী।
অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, নিহত মল্লিকা বেগম একশত টাকা কেজি মুরগি বিক্রি হচ্ছে শুনে সোমবার দুপুরে অষ্টগ্রামের বউবাজারে মুরগি কিনতে যাওয়ার পথে মসজিদজাম এলাকায় চলন্ত অটোরিকশার ওপর মাথা ঘুরে পড়ে গেলে অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।