মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মহাস্থানে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানের অদূরে নাগরকান্দির মোড় নামক স্থানে একটি সবজিবাহী ভ্যান দ্রুতগামী ট্রাকচাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক আজিজুল হক (২৮) নিহত হন। এ সময় তার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্টের পর তার বাবার কাছে হস্তান্তর করে। নিহত আজিজুল হক শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলী গ্রামের আবু তালেবের ছেলে বলে জানা গেছে।
মহাস্থানে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত
