তিন চাকার ঘুর্ণনে শাকিবের মুখে হাসি

sakib nikli

আবদুল্লাহ আল মহসিন ।।

চাকা ঘুরিয়ে শাকিবের মুখে আনন্দের হাসি। এখন প্রতিদিন ৩শ থেকে ৪শ টাকা উপার্জন করছে দশ বছর বয়সী শাকিব।

শাকিব দরিদ্র পিতা আবদুর রশিদের ছেলে। গ্রামের বাড়ি নিকলী উপজেলা সদরের কামার হাটি গ্রামে। তিন ভাই ও ২ বোনের মাঝে সবার ছোট সে। পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা পাস করে শাকিব। অর্থাভাবে আর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারেনি।
sakib nikli
পরে তার এক ভাইয়ের মাধ্যমে রিকশা চালানো শেখে। দু পায়ে প্যাডেল ঘুরানো শুরু হয় তার। চাকা ঘুরে সাথে ভাগ্যও ঘুরে। এখন আর কষ্ট করে পায়ে চাকা ঘুরাতে হয় না।

নিজের জমানো টাকা দিয়ে চল্লিশ হাজার টাকায় ব্যাটারিচালিত রিকশা কেনে। এখন সুইচ দিয়ে স্পিড বাড়িয়ে-কমিয়েই চাকা ঘুরাচ্ছে। টাকা পেলেই হেসে ওঠে। রাস্তায় চলন্ত অবস্থায় শাকিবের সাথে দেখা হলে জানান, অহন আর কষ্ট লাগে না, আরাম লাগে।

Similar Posts

error: Content is protected !!