নিজস্ব সংবাদদাতা।।
১৭ ডিসেম্বর শনিবার কটিয়াদি উপজেলাধীন পারদিয়াকুলের নিউ ভিশন মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মোঃ মাসহুদুল আরিফ কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতী সফিউল্লাহ (খতিব, রাজাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর)। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ্ আযহারী (মাহতামিম, আশরাফুল উলূম কওমী মাদ্রাসা, ধূলদিয়া); বিশেষ বক্তা হিসাবে ছিলেন হযরত মাওলানা মুফতি সুলাইমান আহমদ (খতিব, করগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কটিয়াদি)। আরও স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন।
ওয়াজ মাহফিলে অনেক মানুষের সমাগম হয়। গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামি না’ত পরিবেশন করেন মোঃ শাউন মিয়া। মন্ত্রমুগ্ধের মত উপস্থিত শ্রোতা ওয়াজ মাহফিল ও না’ত শোনেন।
মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা আবদুল্লাহ্ আল-মামুন, সহকারী শিক্ষক, নিউ ভিশন মডেল স্কুল।