বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে সোমবার ১৭ এপ্রিল আকাশী (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংপুর ইউনিয়নের গোরাদিঘা গ্রামের একিন আলীর কন্যা।
জানা যায়, মৃত আকাশী এনজিও পরিচালিত গোরাদিঘার একটি ভাসমান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ১০-১১টার মধ্যে কোন এক সময় বাড়ির লোকজন বসত ঘরের আড়ার সাথে আকাশীকে ফাঁসিতে ঝুলতে দেখে।
দুপুর বেলায় নিকলী থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যা বেলায় দুর্গম গোরাদিঘা গ্রাম থেকে আকাশীর লাশ নিকলী থানায় আনা হয়। পরিবারের দাবি আত্মহত্যা হলেও কি কারণে আকাশী এমনটি ঘটিয়েছে বলতে পারছে না পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশীর বাবা একিন আলীকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছিলো।
নিকলী থানার পুলিশ ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া আকাশীর লাশ থানায় আনার কথা নিশ্চিত করে কি ধরনের মামলা হবে সেটি প্রাথমিক তদন্তের পর সিদ্ধান্ত নেয়া হবে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে জানান।
অপরদিকে, গত ১৫ এপ্রিল উপজেলার পাড়াবাজিতপুর এলাকার একটি পরিত্যক্ত চালের বয়লার থেকে মৃত ইমান আলীর ছেলে কাউসার মিয়া নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। একই দিন মৃতের মা মোমেনা বেগম বাদী হয়ে নিকলী থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।