নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে জামাল (৪০) নামে এক দাওয়ালের (ধানকাটা শ্রমিক) লাশ শুক্রবার ২১ এপ্রিল রাতে ঘোড়াউত্রা নদী থেকে উদ্ধার করে নিকলী থানা পুলিশ। জামালের বাড়ি কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কাওনা মামুদপুর গ্রামে। বাবার নাম মাহাম্মদ আলী।
নিকলী থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার ১৯ এপ্রিল ঘোড়াউত্রা নদীর পূর্ব হাওরে ধান কেটে ফেরার পথে তাদের বহনকারী ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে পথিমধ্যে ডুবে যায়।
দুর্ঘটনাকবলিত শ্রমিকদের অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুজির পরও জামালকে তখন আর পাওয়া যায়নি। স্থানীয় লোকজন একটানা দুইদিন তল্লাশির পর শুক্রবার রাতে ঘোড়াউত্রা নদীর দবলারপাড় নামক স্থানে জামালের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ জামালের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা এ সময় লাশটি শনাক্ত করেন। মৃত্যু সংক্রান্ত কোনো অভিযোগ না থাকায় জামালের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।