বন্যা পরিস্থিতি পরিদর্শনে নেত্রকোনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে নেত্রকোনার হাওর এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এখানে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি সকাল ৯টা ৫০ মিনিটে খালিয়াজুরী ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করে। তিনি এখানে বন্যাদুর্গত কৃষক এবং অন্যান্যের মাঝে ত্রাণ বিতরণ করবেন। বাসস

তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ছাড়াও খালিয়াজুরী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে অসময়ে বন্যা দেখা দেয়ায় ক্ষেতের বোরো ধান তলিয়ে গিয়ে হাজারো কৃষকের জীবনযাত্রা হুমকির মুখে ফেলে দিয়েছে।

সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়া এই বন্যায় আক্রান্ত হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান এবং ত্রাণকার্যে অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!