দুর্ঘটনায় মহিলার মৃত্যু

সংবাদদাতা ।।

নিকলীতে সড়ক দুর্ঘটনায় বানেছা বেগম (৪৫ ) নামে এক মহিলা মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকালে উপজেলা সদরের গোবিন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর গ্রামের আবদুর রশিদের স্ত্রী। নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বোরহান উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে ভাড়ায়চালিত মোটর সাইকেলে আরোহী হলে নিকলী টু করগাঁও সড়কের গোবিন্দপুর গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য কিশোরগন্জ হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকাবাসী মোটরগাড়ি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!