বিশেষ প্রতিনিধি ।।
বৃহস্পতিবার ১৩ জুলাই কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নটির ২২ হাজার ৬৬২জন ভোটার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে তাদের কাণ্ডারী নতুন চেয়ারম্যান নির্বাচিত করবেন।
চলতি বছরের ১৯ মে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। ৪ জুন উপজেলা নির্বাচন অফিস শূন্য পদটিতে উপ-নির্বাচনের ঘোষণা দেয়। প্রার্থী হয় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও প্রয়াত চেয়ারম্যান পুত্র কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ। বিএনপির প্রার্থী হয় দলটির উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদ।
আওয়ামীলীগ প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ বলেন, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পাদন করার পাশাপাশি মাদকমুক্ত নিকলী ইউনিয়ন প্রতিষ্ঠাসহ ইউনিয়নবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
বিএনপি প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মেদ এই প্রতিবেদককে জানান, ছাত্রলীগ অস্ত্রবাজি করে কেন্দ্র দখল করতে পারে। থানা পুলিশ বিএনপি কর্মীদেরকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিজয়ী হবে।
বাজিতপুর উপজেলা নির্বাচন অফিসার ও নিকলী সদর ইউপি উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদ উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, মোট ভোটকেন্দ্র ৯টির মধ্যে ৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।