সংবাদদাতা ।।
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার।

ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্প-এর আওতায় ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠিত হয় নিকলী উপজেলায়। সরকারি অফিসগুলোতে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বিভাগীয় কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণের এই আয়োজন। ট্যাবলেট পিসি বিতরণ করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।