সৌদি আরব প্রতিনিধি ।।
সৌদি আরবের দাম্মামে বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে শোকাবহ আগস্টের ১ম প্রহরে ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ সপরিবারে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আইয়ুব আলী খান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা শরিফ দেলোয়ার। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
দোয়া মাহফিল পরিচালনা করেন দাম্মাম আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা জামান। দাম্মাম আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।