বাংলাদেশে সবেচেয় বেশি যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলো

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। প্রায় একই সংখ্যক যাত্রী দেশে প্রবেশ করেন। বাংলাদেশ বিমান-এর দেয়া বিভিন্ন এয়ারলাইন্সের তথ্য থাকছে ছবিঘরে।

বাংলাদেশ বিমান
বাংলাদেশে মোট যাত্রীর ২০ থেকে ২১ ভাগ পরিবহন করে বাংলাদেশ বিমান। ফলে প্রতিদিন ৩ হাজারের মতো যাত্রী বাংলাদেশ বিমানের মাধ্যমে অন্য দেশে যায়। প্রতিদিন ৬ থেকে ৭টি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান। ১৬টি রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে। এর মধ্যে লন্ডনসহ কয়েকটি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট যায়। অন্য রুটগুলোতে সপ্তাহে অন্তত দু’টি ফ্লাইট চলাচল করে।

এমিরেটস এয়ারলাইন্স
বাংলাদেশ বিমানের পরই এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে। সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে তারা। প্রতিদিন এ সব ফ্লাইট ১২শ’ থেকে সাড়ে ১২শ’ যাত্রী পরিবহন করে।

সৌদিয়া এয়ারলাইন্স
এমিরেটস-এর পরেই রয়েছে সৌদিয়া এয়ারলাইন্স। তারা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে। প্রতিদিন আটশ’ থেকে সাড়ে আটশ’ যাত্রী পরিবহন করে এসব ফ্লাইট।

কাতার এয়ারলাইন্স
চতুর্থ অবস্থানে আছে কাতার এয়ারলাইন্স। এরা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে। প্রতিদিন প্রায় আটশ’ যাত্রী পরিবহন করে এই এয়ারলাইন্স।

ইতিহাদ এয়ারওয়েজ
ঢাকা থেকে ইতিহাদ প্রতিদিন একটা করে ফ্লাইট পরিচালনা করে। প্রতিদিন তারা প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে।

জেট এয়ারওয়েজ
জেট এয়ারওয়েজ প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করে। তবে তাদের ফ্লাইটগুলো ছোট হওয়ায় যাত্রী পরিবহন হয় প্রতিদিন চার থেকে পাঁচশ’।

সিঙ্গাপুর এয়ারলাইন্স
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট বড়। তবে তারাও প্রতিদিন ঢাকা থেকে প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে।

সূত্র : বাংলাদেশে যেসব এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে  [ডয়চে ভেলে, ১৭ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!