আমাদের নিকলী ডেস্ক ।।
খেলার কথা বলে পৌনে তিন বছর বয়সী এক শিশুকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ১০ আগস্ট দুপুরে মিঠামইন উপজেলার ঢাকী গ্রামের বড়বাম হাওরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গ্রামের মো. তাজ মিয়ার ছেলে টুটুলকে আসামি করে শুক্রবার বিকেলে মিঠামইন থানায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনার পর থেকে অভিযুক্ত টুটুল পলাতক। চিকিৎসার জন্য মেয়েটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্বরোচিত এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলার বিভিন্ন নারী ও শিশু সংগঠন।
পুলিশ জানায়, ঢাকী গ্রামের ওই শিশুকে ডেকে নিয়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হাওরে একটি নৌকায় ধর্ষণ করে টুটুল। পরে আহত অবস্থায় মেয়েটিকে নৌকায় রেখে সে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশ থেকে খেলার কথা বলে শিশুটিকে নৌকায় তুলে নেয় টুটুল। মেয়েটির খোঁজ না পেয়ে ঘণ্টাখানেক পর অন্য একটি নৌকা নিয়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। গ্রামের লোকজনও হাওরে জাল ফেলে ও পানিতে ডুব দিয়ে তার সন্ধান করে। পরে গ্রামের আরেক শিশুর কাছ থেকে তারা জানতে পারেন টুটুল চকলেট দিয়ে মেয়েটিকে নৌকায় করে বড়বাম হাওরে নিয়ে যায়। এ কথা শুনে গ্রামের লোকজন ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে শিশুটির খোঁজ শুরু করে।
পরে হাওরে রাখা ওই নৌকা থেকে গোঙানির শব্দ পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। মেয়েটিকে চিকিৎসার জন্য প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরদিন কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মুক্তা সুলতানা ও তাসনিম আরা নীলা জানান, শিশুটির মুখে ও বুকে কামড়ের দাগ রয়েছে। সে হাঁটতে পারছে না। তার সুস্থ হতে সময় লাগবে।
শিশুটির মা গতকাল শনিবার (১২ আগস্ট) হাসপাতালে বলেন, তার মেয়ে ব্যথায় কাঁদছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। টুটুল এলাকার প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি।
মিঠামইন থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, টুটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির বাবা মামলা করেছেন। আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক বলেন, পাশবিক অত্যাচারের এ ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সূত্র : খেলার কথা বলে ৩ বছরের শিশু ধর্ষণ [কিশোরগঞ্জ নিউজ, ১৩ আগস্ট ২০১৭]