খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

খালিয়াজুরী থেকে দিলীপ চন্দ্র বর্মন ।।

নেত্রকোনার খালিয়াজুরীতে সোমবার ১৪ আগস্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও নামহট্ট সংঘ খালিয়াজুরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি তারা প্রসন্ন দেবরায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী

বিশেষ অতিথি ছিলেন থানার ওসি শওকত আলী, প্রভাষক রামধন সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি তপন বাঙ্গাঁলী, নিহারেন্দু দেবরায়, বিনয় চন্দ্র ভৌমিক প্রমুখ। বেলা ১২টায় খালিয়াজুরী হরিমন্দির থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ করে।

Similar Posts

error: Content is protected !!