খালিয়াজুরী থেকে দিলীপ চন্দ্র বর্মন ।।
নেত্রকোনার খালিয়াজুরী একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ১৪ আগস্ট সোমবার বিকালে খালিয়াজুরী কলেজ মাঠে খালিয়াজুরী একাদশ বনাম মোহনগঞ্জের কমলপুর একাদশের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আহম্মেদ তালুকদার, এসআই উৎফল সরকার, প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
খেলায় মোহনগঞ্জ কমলপুর একাদশের সাথে ২-৪ গোলে খালিয়াজুরী একাদশ বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন সুনামধন্য তারকা ফুটবলার মলয় চৌধুরী ও আরিফুজ্জামান মল্লিক। খালিয়াজুরী একাদশের হয়ে গোল করেন রনি সরকার, মাসুক মিয়া, আপেল মিয়া ও খোকন সরকার এবং কমলপুর একাদশের হয়ে দুটি গোলই করেন বাবু মিয়া।