আমাদের নিকলী ডেস্ক ।।
প্রাইভেট সেন্টারের শিক্ষকের সাথে নৌকাভ্রমণে গিয়ে বিলের পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরো পাঁচ ছাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আরো দুই ছাত্রীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শুক্রবার ১৮ আগস্ট দুপুরে কুলিয়ারচর উপজেলার ছাত্তার বিলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার আগরপুর এলাকার প্রাইভেট সেন্টারের শিক্ষক রাসেল মিয়া শুক্রবার তার প্রাইভেট সেন্টারের ছাত্রীদের নিয়ে ছাত্তার বিলে নৌকা ভ্রমণে বের হন। নৌকা ভ্রমণের এক পর্যায়ে পানির তোড়ে বেশ কয়েকজন ছাত্রী নৌকা থেকে বিলের পানিতে পড়ে যায়। এতে রামদী বালুর চর গ্রামের তামান্না আক্তার (১৫), স্বর্ণা আক্তার (১৫) ও ফারজানা আক্তার (১৬) নামে তিন ছাত্রী গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তামান্না আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত তামান্না আক্তার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবার নাম আবদুস সাত্তার।
সূত্র : নৌকাভ্রমণে গিয়ে পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু, আহত ৫ [কিশোরগঞ্জ নিউজ, ১৯ আগস্ট ২০১৭]