আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানজিল হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার করগাঁও হাওরে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তানজিল উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে হালকা বৃষ্টির মধ্যে তানজিল বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তানজিল গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তানজিলের মৃত্যু হয়।
সূত্র : মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ৫ সেপ্টেম্বর ২০১৭]