স্বামী পেটানোয় বিশ্বে তৃতীয় অবস্থানে ভারত


আমাদের নিকলী ডেস্ক ।।

‘পারিবারিক নির্যাতন‍’ এই কথাটা বোধহয় আমরা সমাজে কমবেশি সকলেই শুনতে অভ্যস্ত। আর কথাটা শোনা মাত্রই কোনো স্বামীর বউ পেটানোর কথাই মাথায় আসে। তাই নয় কি? কিন্তু আমরা প্রায়শই ভুলে ‌যাই ‌যে পারিবারিক নির্যাতন বলতে ‍’পুরুষ-স্ত্রী’ উভয় লিঙ্গই বোঝায়।

একটা কথা শুনলে বিস্মিত হতে হবে। একটি সমীক্ষা বলছে ভারতীয় নারীরা নাকি স্বামী পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে। কথাটা শুনে নারীরা বোধহয় একটু রেগে গেলেন। কিন্তু মার্কিন ‌যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা অন্তত তাই বলছে।

আর এই সমীক্ষায় মিসরীয়রা রয়েছেন নাম্বার ওয়ানে। আর ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। বিষয়টি দুঃখজনক হলেও সত্যি। মানে মার্কিন সমীক্ষা তো এমনটাই বলছে।

তবে তাদের প্রকাশিক সে সমীক্ষায় নেই বাংলাদেশ। জি নিউজ

সূত্র : স্বামী পেটানোয় বিশ্বে তিন নম্বরে ভারত [কালের কণ্ঠ, ৩ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!