এমবিবিএস ভর্তিতে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

আমাদের নিকলী ডেস্ক ।।

নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার এ আদেশ দেয়। বাসস

রিটের পক্ষে আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ বাসস’কে এ কথা জানান। তিনি বলেন, একই সাথে আদালত নম্বর কেটে নেয়ার ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

ইউনুস আলী আকন্দ বলেন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণদের পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে বলে সিন্ধান্ত নেয়া হয়। গত ২১ আগস্টের পত্রিকায় স্বাস্থ্য অধিদফতরের ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনি বলেন, এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ৬নং অনুচ্ছেদ অনুসারে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে, অন্যদের কাটা হবে না। এটি সমতার লংঘন। এ সিদ্ধান্ত বৈষম্যমূলক।

ওই সিদ্ধান্ত ‘মৌলিক অধিকারের পরিপন্থি’ অভিযোগ করে গত ২৭ আগস্ট এই রিট আবেদন দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

Similar Posts

error: Content is protected !!