আমাদের নিকলী ডেস্ক ।।
স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ মঙ্গলবার ১৭ অক্টোবর সাংবাদিকদের এ কথা জানান। বাসস
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৩২তম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদেরকে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কের মুখোমুখি হতে হবে। এজন্য প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ (দশমিক দুই-পাঁচ) নম্বর কাটা হবে।
এদিকে এবছর নতুন চালু হওয়া ৮টি বিভাগসহ মোট ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। নতুন বিভাগ ও ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মতে কয়েকটি বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি করায় গত বছরের ১ হাজার ৬৯৫ আসনের পরিবর্তে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে মোট ২ হাজার ২৭৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া গত ১৫ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে। যা আগামী ১০ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রতিটি ইউনিটে আবেদন করতে ভর্তিচ্ছুকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংক (রকেট) এর মাধ্যমে ভর্তি ফি ৫শ’ টাকা পরিশোধ করতে হবে।
সফলভাবে আবেদনকারী ভর্তিচ্ছুরা আগামী ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। নির্ধারিত সময়ের পর সিস্টেমটি বন্ধ হয়ে যাবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd/admission অথবা http://iu.asslonline.com থেকে জানা যাবে।