পাকুন্দিয়ার ছোট আজলদী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী এএসএস আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১৬ ডিসেম্বর ২০১৭) সকালে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তণ এলাকা পরিচালক মো. রুহুল আমিন। এ সময় প্রধান অতিথি বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তণ সদস্য মো. গোলাপ মেম্বার, বিদ্যালয়ের শিক্ষক মো. আতাউর রহমান, মো. লুৎফর রহমান খান, মাহমুদা খাতুন, উজ্জ্বল কুমার দে, মো. শহীদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলভী মো. হারুন অর রশিদ শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন। এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!