নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচটি পদে মোট ১৮৩ জন নিয়োগ দেয়া হবে।
পদের নাম : গাড়িচালক।। যোগ্যতা – অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে ৪৯ জনকে নিয়োগ দেয়া হবে।। বেতন – নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।। যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উক্ত পদে ৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন – নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম : নার্সিং সহকারী।। যোগ্যতা – এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নার্সিং (ডিপ্লোমা) কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। উক্ত পদে ১১ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন – নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম : আর্মোরার।। যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে।। বেতন – নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক।। যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে।। বেতন – নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://www.ansarvdp.gov.bd/ ওয়েবসাইট থেকে দরখাস্ত ও প্রবেশপত্রের নমুনা ডাউনলোড করে পূরণ করে উপ-মহাপরিচালক (প্রশাসন), সদর দপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা : আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত।