নিজস্ব প্রতিবেদক ।।
মহান একুশ উপলক্ষে শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৮ বিকাল ৩টায় রাজধানীর তোপখানাস্থ শিশুকল্যাণ পরিষদে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার বিষয় : চিত্রাঙ্কণ, ছড়াগান, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকসঙ্গীত। গ্রুপগুলো হচ্ছে ক, খ ও গ। “ক” গ্রুপে রাখা হয়েছে প্লে থেকে তৃতীয় শ্রেণী, খ গ্রুপে থাকবে চতুর্থ থেকে সপ্তম শ্রেণী এবং গ গ্রুপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৮-এর মধ্যে সংগঠনের নিম্নলিখিত ঠিকানায় নাম জমাদানের জন্য আহ্বান করা হয়েছে।
যোগাযোগ : আমরা কুঁড়ি (গ্রীনহিল টিউটোরিয়াল স্কুল), ৪২/২ চামেলীবাগ, শান্তিনগর চৌরাস্তার ২০০ গজ পূর্বে, ঢাকা। ফোন-০১৭১১৬৬৪৬২৬, ০১৭১৬৬০৭৭৮৮।