নিজস্ব প্রতিবেদক ।।
ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও একুশের পঙক্তিমালা অনুষ্ঠানে আলোচনা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিনি বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানানো হয়, বঙ্গবন্ধু সরকারের সময় এ উদ্যোগ গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ছিলেন সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ। তারা বাংলা ভালো জানতেন ও বাংলায় দাফতরিক কাজ করতেন। সে সময়ে সরকারি সকল দফতরে বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়। সে সময়ে ছাত্র সংগঠনগুলো অনেক বুলেটিন প্রকাশ করে বাংলা চর্চাকে উৎসাহিত করেছে।
তিনি আরো বলেন, ভাষা ও দেশপ্রেম না থাকলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। ভাষার নিজের কোনো গতি নেই, ভাষার অপব্যবহারের ফলে ভাষা ক্ষতিগ্রস্ত হয়। ভাষার শুদ্ধতা রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ। আলোচনা করেন উপাধ্যক্ষ এ কে এম শিবলী, শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম, সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম ও কবিতা পাঠ করেন পঙ্কজ মধু। মঞ্চে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আবদুল হাই ডিলার, এ এইচ এম মাহবুব আলম, মো. শাহ আলম, প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নান।
শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও কবিতাপাঠ করে আফরিন আক্তার, বিনতু আক্তার ও স্বর্ণা আক্তার। সংগীত পরিবেশন করেন প্রভাষক স্বর্ণা আক্তার ও তার দল। সব শেষে পরিবেশিত হয় এ কে এম শিবলী রচিত ও নির্দেশিত চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ নাট্যচক্র অভিনীত ‘অমর একুশে’ নাটক।