ফাগুন আসে

ফাগুন আসে

রানু বেগম ।।

ফাগুন আসে আগুন নিয়ে কৃষ্ণচূড়ার ডালে ডালে
ফাগুন আসে আরাম হাওয়ায় যুগ-যুগান্ত কালে কালে।
ফাগুন আসে কুহুতানে কোকিলেরি কণ্ঠ বেয়ে
ফাগুন আসে ফুল বাগানে বিশুদ্ধতার কলি হয়ে।
ফাগুন আসে ঋতুরাণীর রঙ-বাহারি আঁচল ধরে
ফাগুন আসে আম্র বনে রাজ-রাজরার মুকুট পড়ে।
ফাগুন আসে প্রতিবাদের বজ্রকঠিন বার্তা নিয়ে
ফাগুন আসে সামনে চলার লক্ষ্যভেদী যাত্রা হয়ে।
ফাগুন আসে খুনে ভেজা রক্তজবার খবর ল’য়ে
ফাগুন আসে গৌরবেরই শপথ জয়ের শিকড় বেয়ে।
ফাগুন আসে কান্না-হাসির ঐতিহাসিক ডামাডোলে
ফাগুন আসে দুলছে দেখো সোহাগভরা মায়ের কোলে।

লেখক : গৃহিনী, নিকলী সদর

Similar Posts

error: Content is protected !!