প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কটিয়াদীর ডা. বিজয়

নিজস্ব প্রতিবেদক ।।

এমবিবিবিএস-এ ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ডা. রাকিবুল আমিন বিজয়। তিনি কটিয়াদী পৌরসভার কামারকোনার বাসিন্দা।

এমবিবিএস-এ ভালো ফলাফলের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত ২০১৫ এবং ২০১৬ সালে একাডেমিক শিক্ষায় কৃতিত্বপূর্ণ ও অসাধারণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ১৫ জন চিকিৎসক। প্রধানমন্ত্রী স্বর্ণপদক সোমবার (২৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আনুষ্ঠানিকভাবে এ স্বর্ণপদক পরিয়ে দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র উদ্যোগে স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীতদের এ পদক প্রদান করা হয়।

ডা. বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় ২০১৫ সালে সরকারি ও বেসরকারি সকল মেডিকেল কলেজের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় সার্জারী ও গাইনী বিষয়ে অনার্স নাম্বার সহ প্রথম স্থান অর্জন করায় এ সম্মান লাভ করেন।

উল্লেখ্য ডা. বিজয় কুমিল্লা মেডিকেল কলেজ হতে ২০১৫ সালে এমবিবিএস পাস করেন। এর আগে অত্যন্ত কৃতিত্বের সাথে নটরডেম কলেজ হতে ২০০৯ সালে এইচএসসি পাস করেন। তার প্রাতিষ্ঠানিক ও সহ-প্রাতিষ্ঠানিক কর্মেক্ষেত্রের স্বীকৃতি স্বরূপ নটরডেম কলেজ হতে লাভ করেন আজীবন সম্মাননা ও সম্মানজনক পদক।

তিনি ২০০৭ সালে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ রাউজক উত্তরা মডেল স্কুল ও কলেজ থেকে ঢাকা বোর্ডে মেধাস্থান সহ জিপিএ ৫ অর্জন করেন। কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কটিয়াদী উপজেলায় পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন ডা. বিজয়।

ডা. রাকিবুল আমিন বিজয়ের জন্মস্থান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায়। তার পিতা কটিয়াদীর চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ও মা সাবিহা রুহুল। ডা. বিজয় ২০১৮ সালের জানুয়ারিতে সম্মানজনক এফসিপিএস সার্জারি পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে ইমার্জেন্সী বিভাগে কর্মরত আছেন।

Similar Posts

error: Content is protected !!