রাজিন সালেহের বিশ্বরেকর্ড টপকালেন রশিদ

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশের সাবেক দলপতি রাজিন সালেহকে পেছনে ফেলে সর্বকনিষ্ট অধিনায়ক হিসেবে ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার বিশ্বরেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান। রোববার (৪ মার্চ ২০১৮) জিম্বাবুয়েতে শুরু হওয়া ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের হয়ে টস করতে নেমে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়েন লেগ-স্পিনার রশিদ।

১৯ বছর ১৬৫তম দিনের জাতীয় দলের হয়ে ওয়ানডেতে অধিনায়কত্ব করতে নামলেন রশিদ। এর আগে ১৪ বছর যাবত এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন রাজিন। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়ার সুযোগ পান রাজিন সালেহ। বাসস

নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশার ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি। তাই নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে বিশ্বরেকর্ড গড়েন রাজিন। ওই সময় রাজিনের বয়স ছিলো ২০ বছর ২৯৭তম দিন।

আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তাই নেতৃত্ব ভার পেয়েছেন রশিদ। বড় দায়িত্ব পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ।

ওয়ানডে ক্রিকেটে কম বয়সী অধিনায়করা
রশিদ খান (আফগানিস্তান) : ১৯ বছর ১৬৫ দিন
রাজিন সালেহ (বাংলাদেশ) : ২০ বছর ২৯৭ দিন
রডনি ট্রট (বারমুডা) : ২০ বছর ৩৩২ দিন
তাতেন্ডা টাইবু (জিম্বাবুয়ে) : ২০ বছর ৩৪২ দিন
নবাব পৌতদি (ভারত) : ২১ বছর ৭৭ দিন

Similar Posts

error: Content is protected !!