নিজস্ব প্রতিনিধি ।।
শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় নিকলী ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে অ্যাডভোকেট মাসুদ আহমেদকে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
গত মঙ্গলবার (৬ মার্চ) অনুষ্ঠিত কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়লাভ করায় শনিবার (১০ মার্চ) উপজেলা সদরের “নিকলী ফ্রেন্ডস ফোরাম”-এর পক্ষ থেকে অ্যাডভোকেট মাসুদ আহমেদকে সংবর্ধনা দেয়া হয়। এদিন সন্ধ্যায় ফ্রেন্ডস ফোরামের সদস্যগণ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করেন।
নিকলীর “শিক্ষার দূত”খ্যাত সর্বজন শ্রদ্ধেয় “হেডমাস্টার” আবদুল হামিদ-এর তৃতীয় ছেলে অ্যাডভোকেট মাসুদ আহমেদ। তিনি দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলায় আইন পেশায় নিয়োজিত রয়েছেন। নির্বাচিত হয়ে সংগঠনের দায়িত্ব পালনে সকলের দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যায় সম্মিলিতভাবে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। এরপর সংক্ষেপে বন্ধুদের মাঝে আলোচনা পর্ব শেষে প্রীতিভোজ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নিকলী ফ্রেন্ডস ফোরামের পাশাপাশি নিকলীভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম আমাদের নিকলী ডটকম পরিবারও অ্যাডভোকেট মাসুদ আহমেদের সাফল্যে শুভ কামনা জানিয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ (মঙ্গলবার) কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একটি সদস্যপদ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সহ-সাধারণ পদে জয়লাভ করেন।
এ ছাড়া সমন্বয় পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হচ্ছেন— সহসভাপতি মুফতি মো. জাকির খান ও শামছুন্নাহার কাজল, সহসাধারণ সম্পাদক রকিবুল হাসান, লাইব্রেরি সম্পাদক সুমন ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর রাসেল কবীর এবং কার্যকরী সদস্যপদে আবু তালেব আমান, মাহফুজা খাতুন মনি, আনোয়ার জাহান ভূঞা লিংকন ও রফিকুল ইসলাম রাজু। কার্যকরী সদস্যের একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খন্দকার সাজবীন সুলতানা সাজু নির্বাচিত হয়েছেন।
ছবি সংগ্রহ : ফ্রেন্ডেস ফোরাম সদস্য কলিম উদ্দিন-এর এফবি টাইমলাইন