খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে সোমবার (১৯ মার্চ) রাতে সাদেক হোসেন (১৬) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের কুর্শা পশ্চিমহাটি গ্রামের মৃত ইসলামের পুত্র ও স্থানীয় মেসার্স আলতাব ব্রিকস নামের একটি ইট ভাটার লরি চালক।
জানা যায়, গত শনিবার দুপুরে নিকলীর কুর্শা গ্রামের মেসার্স আলতাব ব্রিক্স থেকে ইট বোঝাই লরিটি নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে সাদেক হোসেন রওনা দেয়। পথিমধ্যে মাঠেরবাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। গুরুতর আহত সাদেক সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিকলী সদর ইউপি সদস্য ও কুর্শা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান জানান, নিকলী উপজেলায় সনদবিহীন অদক্ষ ও শিশু-কিশোর চালকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়শই এরকম দুর্ঘটনা ঘটছে।
কিশোরগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নিকলী সভাপতি মুর্শিদ উদ্দিন বলেন, মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট বসালেও জরিমানা পর্যন্তই শেষ। যার কারণে অদক্ষ ও অল্প বয়সী চালকরা নীতি নিয়ম বহির্ভূত গাড়ি চালানোয় দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, নিকলীতে ইট ভাটা মালিকরাই শিশু এবং কিশোর বয়সীদের দিয়ে শ’খানেক লরি চালায়। এ সংক্রান্ত আইনি তেমন বাধাগ্রস্ত না হওয়ায় গাড়ি মালিকরা কম মজুরিতে এসব চালকদের হাতে গাড়ি দিচ্ছে।