আমাদের নিকলী ডেস্ক ।।
সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ার সময় থেকেই নেইমারের ওপর পাখির চোখ করে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে কোনোভাবেই নিজেদের ডেরায় তাকে ভেড়াতে পারেনি ক্লাবটি। এবার আর বেহাত করতে চাচ্ছেন না লস ব্লাঙ্কোজরা। আসছে গ্রীষ্মের দলবদল মৌসুমেই ব্রাজিল যুবরাজকে টানতে চান তারা।
তো এ ব্যাপারে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিমত কী? এবার পাওয়া গেল তারও মতামত। রিয়ালের হয়ে নেইমারের সঙ্গেই জুটি বাঁধবেন তিনি। তবে এর আগে সিআর সেভেনের জুড়ে দেয়া তিন শর্ত পূরণ করতে হবে ক্লাব বস ফ্লোরেন্তিনো পেরেজকে।
শর্তগুলো নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে- ১. চুক্তির বিষয়ে রোনালদোর ওপর আস্থা রাখতে হবে রিয়ালকে। ২. সান্তিয়াগো বার্নাব্যুতেই ক্যারিয়ারের ইতি টানতে দিতে হবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। ৩. সামনের সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সমান বেতন দিতে হবে তাকে।
হালের অন্যতম সেরা তিন ফুটবলার মেসি-রোনালদো-নেইমার। অপর দুজন নিজ নিজ ক্লাব থেকে আকাশছোঁয়া পারিশ্রমিক পেলেও পান না পর্তুগিজ সুপারস্টার। সমকক্ষ হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মতো বেতন দাবি করে আসছেন তিনি।
সূত্র : ৩ শর্তে নেইমারের সঙ্গে জুটি বাঁধতে রাজি রোনাল্ডো [যুগান্তর, ২২ মার্চ ২০১৮]