হাটহাজারীতে ইয়াবা সহ আটক ১

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ৫২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ মে ২০১৮) গভীর রাতে ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলী শাহ আমানত কলোনী থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি বরিশাল জেলার মেহেদিগঞ্জ থানার হাজী বাড়ির মৃত আজিজুল হকের পুত্র ফয়সাল (২৪)।

থানার ডিউটি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ পাহাড়তলী জঙ্গল এলাকা থেকে ফয়সালকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছেন। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত ফয়সাল দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতার সাথে জড়িত বলেও জানা যায়।

Similar Posts

error: Content is protected !!