কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার সংলগ্ন পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কিশোরী তানজিনা আক্তার (১৬)।
জানা যায়, আচমিতা ইউনিয়নের বাজার সংলগ্ন নিরেন চন্দ্র রায়ের পুকুরে আজ (৪ জুন ২০১৮, সোমবার) সকাল ১০টায় একটি লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মধ্য পুকুরে লাশটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে জানান।
পরে কটিয়াদী মডেল থানায় বিষয়টি অবহিত করলে পুলিশের উপস্থিতিতে লাশটি পুকুর থেকে উত্তোলন করে। তানজিনা আক্তার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত আলামিনের মেয়ে বলে জানা যায়।
মা শামসুন্নাহার তানজিনার বাবার মৃত্যুর পর অন্যত্র বিয়ে করেন। নিহত কিশোরীর ২ ভাইয়ের মধ্যে একমাত্র বড় বোন। সে কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল বলে কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।