নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগন্জ জেলা সদরের পূর্ব পাটধা নিবাসী প্রখ্যাত আলেমে দ্বীন ও পীর মাওলানা আবু বকর সিদ্দীক গতকাল রোববার (২৪ জুন ২০১৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মাওলানা আবু বকর সিদ্দীক ব্রেইন স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, সাত মেয়ে, আত্মীয়-স্বজন ও অনেক ভক্ত-মুরিদান রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ জোহর পূর্ব পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।