বগুড়ার শাখারিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের শাখারিয়া পল্লী মঙ্গল হাট পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

শনিবার (১৪ জুলাই ২০১৮) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, ইউপি সচিব মশিউর রহমান মনি, ইউপি সদস্য আব্দুল জলিল, আব্দুস সালাম, আব্দুল মান্নান, এনামুল হক, নেছার উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা শিউলী বেগম, উদ্যোক্তা আপেল মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, আব্দুল বারী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!