নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী সদর পল্লী চিকিৎসক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন গত রোববার (১৫ জুলাই ২০১৮) অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আবু বক্কারকে সভাপতি ও কারার মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক পদে আবারো দায়িত্ব প্রদান করা হয়।
১৫ জুলাই রোববার নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজে নিকলী সদর পল্লী চিকিৎসক সমিতির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বাবু কালিদাস সূত্রধর।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আবু বক্কার, সাধারণ সম্পাদক পদে কারার মোহাম্মদ হোসেন এবং অর্থ সম্পাদক পদে সালাউদ্দিন ফিরোজকে পুনঃদায়িত্ব প্রদান করা হয়।